সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
শুভেচ্ছার মৃত্যু
মেহেদী হাসান রাব্বি
যদি কোন দিন জানতে পারতে তুমি কত কষ্টে বেচে অাছি,
তবে অামার হাঁসি মাখা কথা গুলো
কান্নার মত কানে বাজত তোমার।
অামার কষ্টে দুঃখী হতে তুমি
জীবনের প্রতি অবহেলা জমার পর,
অবশেষে অামার শ্বাস প্রশ্বাস তুমি নিজ হাতেই বন্ধ করে দিতে।
অার অামায় অবহেলা করতে পারতে না তুমি একদিনের জন্য হলেও ভালোবাসতে,
এক মুহূর্তের জন্য হলেও
অথবা এক সেকেন্ড এর জন্য কাছে অাসতে।