রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রায়পুরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায়, চরমভাবে ক্ষিপ্ত চিকিৎসা বঞ্চিত এলাকাবাসী। কালের খবর খাগড়াছড়িতে বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন পার্বত্য উপদেষ্টা। কালের খবর রায়পুরায় বৃদ্ধ দারিদ্র্য কৃষকের শেষ সম্বল গবাদিপশু ও বসতঘর পুড়ে ছাঁই। কালের খবর পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ। কালের খবর ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’। কালের খবর তারেক রহমান এর ৩১ দফা : একটি টেকসই বাংলাদেশের স্বপ্ন। কালের খবর রাজধানীর ডেমরায় বিএনপি নেতাদের হুমকি-ধমকি, থানায় জিডি। কালের খবর রাজধানীর ডেমরায় এলাকাবাসীর ওপর পুলিশ লাইনের সদস্যদের হামলার অভিযোগ। কালের খবর মা‌টিরাঙ্গায় সেনা অ‌ভিযা‌নে আট লাখ টাকার অ‌বৈধ ভারতীয় পণ্য জব্দ। কালের খবর সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও বৃক্ষরোপণ। কালের খবর
নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর

নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর

উৎসবমূখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম এ বাছিত পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক খবর বাংলাদেশের নবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাশ পেয়েছেন ১৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আবু তালেব পেয়েছেন ১৯ ভোট।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আনোয়ার হোসেন মিঠু, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, আশাহীদ আলী আশা, মোঃ সরওয়ার শিকদার, মোঃ রাকিল হোসেন, এস আর চৌধুরী সেলিম।

বুধবার (২৫ ডিসেম্বর) নবীগঞ্জ শহরস্থ জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলো কার্যালয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএ আহমদ আজাদ।

অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার । 

নির্বাচন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, উপজেলা জামায়েতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শিপন, হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবি শরিফ উদ্দিন কামাল, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফুর রহমান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জায়েদ চৌধুরী, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী সৈয়দা নাছিমা, সেনাবাহিনীর অব. সার্জেন্ট আবুল কালাম আজাদ রেনু, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ছোটন চৌধুরী, ডাঃ খায়রুল ইসলাম হেলাল, প্রবাসী সাংবাদিক দুলাল আলী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম. শহিদুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী খলকু আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শফিউল আলম বজলু, এড. শাহীদ তালুকদার, আমিনুল রহমান এলাইছ, ওয়াহিদুজ্জামান জুয়েল, আবুল কালাম মিঠু, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আল আমীন আহমেদ, ব্যবসায়ী মাসুক মিয়া, আহমেদ রাজ, বাবুল দেব প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com