বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করে মো. জামাল উদ্দিনকে সভাপতি, মো. আবু ছায়েম খোন্দকার মুকুটকে সাধারন সম্পাদক ও মো. ইসমাইল হোসেন সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
একই সাথে বসায়ীদের মতামতের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার অন্তরঙ্গ ক্লাবে প্রধান অতিথি হিসেবে কমিটি ঘোষনা করেন মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহসভাপতি মো. নুরুল আলম রানা, মো. গাজীউর রহমান, দেবাশীষ দত্ত আশিষ, স্বপন সরকার, মো. দেলোয়ার হোসেন, আবুল কালাম আযাদ, যুগ্ম-সম্পাদক স্বপন কান্তি পাল, আল মামুন, আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মো. সেলিম, কোষাধ্যক্ষ আল আমিন, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন বাবু, নির্বাহী সদস্য আব্দুল করিম, শফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মহসিন, আরিফ হোসেন, আবু বকর ছিদ্দিক মিন্টু, মো. আইয়ুব আলী মীর, আল আমিন, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হাই দুলাল, মো. ফখরুল ইসলাম, প্রদর্শন বণিক ও ঝিনুক বনিক।
যেকোন প্রয়োজনে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষনা দিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, ব্যবসায়ীদের নেতৃত্ব ব্যাবসায়ীরাই দেবে। আমরা এই নীতিকরণ বিশ্বাস করি বলেই দীর্ঘ ১৭ বছর পরে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ব্যবসায়ীরা নিজেদের কমিটি নিজেরা করতে পেরেছে।
ব্যবসায়ীদের ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী বলেন, ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতা/ভোক্তাদের স্বার্থ দেখতে হবে। অতীতে আওয়ামীলীগের নেতারা ব্যবসায়ী পরিচালনা কমিটিকে রাজনীতিকরণ করেছে। ব্যবসায়ীদের বাদ দিয়ে আওয়ামীলীগের নেতাদের দিয়ে বারবার কমিটি গঠন করেছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার নির্দেশে ব্যবসায়ীদের হাতেই ব্যাবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্ব তুলে দেয়া হলো।