মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সরকারের উন্নয়নের সুফল : নবীনগরে নদীভাঙন থেকে মুক্তি পাচ্ছে মেঘনা পাড়ের ৪ গ্রামের মানুষ। কালের খবর গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী-আরিফুর রহমান খান। কালের খবর চট্টগ্রাম মহানগর বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ‘মত বিনিময় সভায়, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। কালের খবর নবীনগরের সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরবে কমিটি গঠন। কালের খবর। মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়ন করতে যোগ্য নাগরিক দরকার: আলফাডাঙ্গায় সাবেক আইজিপি শহীদুল হক। কালের খবর নবীনগরের আ.লীগ সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচনী গণসংযোগ ও প্রচারনা শুরু। কালের খবর সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। কালের খবর হত্যা-অত্যাচার করে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি : প্রধানমন্ত্রী। কালের খবর
সাভারে সড়ক ফুটপাত দখল করে দোকান-কাঁচাবাজার। কালের খবর

সাভারে সড়ক ফুটপাত দখল করে দোকান-কাঁচাবাজার। কালের খবর

মতিউর রহমান ভান্ডারী, সাভার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বেশির ভাগ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঁচাবাজার ও দোকান বসানো হয়েছে। এতে মানুষের চলাচলে ভোগান্তির পাশাপাশি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দোকানদাররা বলছেন, নিয়মিত চাঁদা দেওয়ার বিনিময়ে ব্যবসা করছেন তারা।

প্রতিদিন প্রতিটি দোকান থেকে ২৫০ থেকে ৪০০ টাকা চাঁদা আদায় করা হয়। পাশাপাশি গণপরিবহণ থেকেও তোলা হচ্ছে বিপুল অঙ্কের চাঁদা। অভিযোগ উঠেছে, এ চাঁদার ভাগ পাচ্ছেন কিছু রাজনৈতিক নেতা, থানা পুলিশ ও হকার নেতারা।

চাঁদা উত্তোলন ও বণ্টনে নিয়োজিতদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমিনবাজার, হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, সাভার বাজার স্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, জামগড়া, জিরানিবাজার, বলিভদ্র ও চন্দ্রা এলাকা থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তোলা হয়। এ ক্ষেত্রে সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়, চাঁদাকে বলা হয় ‘জিপি’। স্থানীয়রা জানান, সড়ক ও ফুটপাত দখল করে বাজার এবং নানা পণ্যের দোকান বসানোর কারণেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বাইপাইল-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় ফুটপাত দখল করে ৮ শতাধিক অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এ কারণে পথচারীরা মহাসড়ক দিয়ে চলতে বাধ্য হন। এতে যানজটের সৃষ্টি হচ্ছে এ মহাসড়কে। সরেজমিনে বলিভদ্র গিয়ে কথা হয় কয়েকজন দোকানদারের সঙ্গে। তারা জানান, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মন্ডলের ছত্রছায়ায় তারা দোকান বসিয়েছেন। এজন্য প্রতিদিন ৩০০ টাকা করে চাঁদা দিতে হয় তাদের। এ টাকার ভাগ আশুলিয়া থানা পুলিশও পায়।

তবে আওয়ামী লীগ নেতা লতিফ মন্ডল যুগান্তরকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেউ যদি এসব দোকান উচ্ছেদ করতে আসে, তাহলে আমি তাদের সহযোগিতা করব। অন্যদিকে আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, পুলিশ চাঁদার ভাগ পায়, এমন অভিযোগ সত্য নয়।

জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে ৫ শতাধিক অস্থায়ী কাঁচাবাজার, ফলের দোকান, চটপটি দোকানসহ বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানো হয়। এ ছাড়া সাভার নিউমার্কেটের সামনে শতাধিক অস্থায়ী দোকান বসে। সন্ধ্যার পর এসব দোকান থেকে ২৫০-৪০০ টাকা চাঁদা আদায় করা হয়। এ ছাড়া নবীনগর স্মৃতিসৌধ এলাকায় বসে শতাধিক দোকান। এখান থেকেও একই হারে চাঁদা তোলা হয়। সাভার বিশমাইল থেকে জিরাবো পর্যন্ত ৪ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। প্রতিটি সিএনজি অটোরিকশা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। স্থানীয় একজন রাজনৈতিক নেতা সিএনজি অটো থেকে চাঁদা তোলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে ৪ শতাধিক দোকান ও অস্থায়ী কাঁচাবাজার বসে। প্রতিটি দোকান থেকে দৈনিক ১৫০ থেকে ২৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। সব দোকানই বসানো হয়েছে মহাসড়ক ও ফুটপাত দখল করে। হেমায়েতপুর-সিংগাইর সড়কে প্রতিদিন ছোট-বড় ৮ থেকে ৯ শতাধিক যানবাহন চলাচল করে। প্রতিটি সিএনজি, ইজিবাইক ও লেগুনা থেকে ৮০ থেকে ১০০ টাকা এবং ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান থেকে ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

অনুসন্ধানে জানা যায়, হেমায়েতপুর মহাসড়কের দুই পাশ ও সিংগাইর সড়কের তিনটি পয়েন্ট থেকে পুলিশের পক্ষে চাঁদা তোলেন জিনদার, বাবু, আবুল কালামসহ কয়েকজন।

বাসযাত্রী আমিনুল ইসলাম বলেন, চাকরির কারণে এ পথে প্রতিদিনই যাতায়াত করতে হয়। প্রতিদিনই যানজট পোহাতে হয়। বাইপাইল থেকে উত্তরা যেতে বাসে সময় লাগে পৌনে এক ঘণ্টার মতো। পল্লী বিদ্যুৎ এলাকার রজ্জব আলী বলেন, নবীনগর-বাইপাইল সড়ক মাত্র কয়েক কিলোমিটার। অথচ ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী দোকান গড়ে ওঠায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান যুগান্তরকে বলেন, মহাসড়কে যানজটের প্রধান কারণ ফুটপাত দখল। ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদের জন্য অন্তত আটবার অভিযানের চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়ে অভিযান বারবার ব্যর্থ হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com