বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আসা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট। চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ছয় হাজার নয়শ পঞ্চাশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।
জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে কাভার্ড ভ্যানে করে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ছয় হাজার নয়শ পঞ্চাশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোন। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য ১৪ লক্ষ টাকা।
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।