মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা বস্তাবন্দী লাশ ও ছেলে হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব-১০। কালের খবর জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরাও সহযোদ্ধা। কালের খবর বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। কালের খবর পানছড়ি সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। কালের খবর যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ও আ. লীগ নেতা আল আমিন গ্রেপ্তার। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর ভারী বর্ষণে ডেমরায় ডুবছে সড়ক ও নিম্নাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠানেও জমছে পানি। কালের খবর সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর

পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : 
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা বিকাল ৪ ঘটিকায় শুরু হয়। সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ৮৫ /এ, আরামবাগ, মতিঝিলে। সংস্থার কার্যকরী পরিষদের সদস্যগন উক্ত সভায় উপস্থিত ছিলেন। সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল খায়ের সাহেব অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সাংবাদিক দেলোয়ার হোসেন ভুঁইয়াকে সঞ্চালনার দায়িত্ব প্রদান করেন। পরে তিনি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্র শুরু করেন, পবিত্র কোরআনেপাক তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম।
তারপর সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো : মুক্তার আহমেদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বার্ষিক রিপোর্ট সবার সামনে তুলে ধরেন।সভাপতির সম্মতিক্রমে বার্ষিক আলোচ্যসূচি পেশ করেন। ১.তহবিল সংগ্রহ ২. সংস্থার নামে ব্যাংক একাউন্ট খোলা ৩.নতুন করে উপদেষ্টা কমিটির সদস্য বাড়ানো ৪. প্রতি জেলায় নতুন কমিটি অনুমোদন ৫. কার্যকরী পরিষদের সদস্যদের চাদার পরিমাণ বাড়ানো ৬. অফিসের সরঞ্জাম ক্রয় ৭. অফিসের জন্য একজন ম্যানেজার নিয়োগ ৮. বিবিধ, উক্ত আলোচ্য সূচির উপর সবাই সম্মতি প্রকাশ করেন।
উক্ত আলোচ্যসূচি বিষয়ে কথা বলতে গিয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জুবায়েরুল ইসলাম বলেন সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে এবং সংগঠনকে ত্বরান্বিত করতে হলে উক্ত আলোচ্য সূচি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং সকল সদস্যকে উদ্যমী হয়ে, নির্ভীক, সততার সাথে কাজ করতে হবে, তাহলে উক্ত সংস্থা সামনের দিকে এগিয়ে যাবে পৃথিবীতে এক নজীর স্থাপন করবে ।
পরবর্তীতে সভাপতি উক্ত আলোচ্য সূচি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন সকলে এক হয়ে অভিন্ন প্রত্যয়ে কাজ করলে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা হবে। আমি চাই আমাদের সংস্থার মাধ্যমে সমাজের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, সংস্থার সকল সদস্য মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতায় করবেন ও মানবিক কাজ করবেন এটাই আপনাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা।
পরিশেষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com