বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেছেন, খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে ঝিমিয়েপড়া যুব সমাজকে উজ্জীবিত করতে হবে। সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুন ও যুবকদের মাঠে ফেরাতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে মন্তব্য করে তিনি বলেন, এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি,
জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি বাহাদুর খান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক ও জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন প্রমুখ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ ফাইনাল খেলায় মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড একাদশ ও ৫নং ওয়ার্ড একাদশ চ্যাস্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়। টুর্নামেন্টের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৯নং ওয়ার্ড একাদশ ৫নং ওয়ার্ড একাদশকে ৯-৮ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দি টুর্নামেন্টের পুরস্কার লাভ করে ৯নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় আব্দুল কাইয়ুম । সেরা গোলকিপার নির্বাচিত হয় ৯নং ওয়ার্ড একাদশের গোলকিপার সুমন, সেরা গোলদাতা ৯নং ওয়ার্ড একাদশের আসাদ ভুইয়া এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ৫নং ওয়ার্ড একাদশের সিংসে মারমা।
পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি প্রাইজমানি বিতরণ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ১২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গেল ৮ ডিসেম্বর টুর্নামেন্টের শুরু হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি টুর্নামেন্টের উদ্বোধন করেন।