মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কালের খবর কুষ্টিয়ায় পানি শুন্য গড়াই , নলকূপ উঠছে না পানি। কালের খবর প্রচন্ড তাপদাহে ফসলের মাঠে মেঘনার কৃষাণীরা! কালের খবর প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ, অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ
ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে

কালের খবর ডেস্ক    :    ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। পাল্টাপাল্টি হামলাও হয়েছে দু’পক্ষে। ফলে মধ্যপ্রাচ্যে আরো একটি বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের দখল করে নেয়া গোলান উপত্যকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে বুধবার দিবাগত রাতে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ইসরাইলের অভিযোগ তেহরান থেকে গোলান উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর জবাব দিয়েছে ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার তারা বলেছে, বুধবার দিবাগত রাতভর ইরানের ওইসব সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনা মুখপাত্র জোনাথন কনরিকাস সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এসব হামলা হয়েছে গোয়েন্দা, লজিস্টিক, সংরক্ষণাগার, সামরিক যান ও রকেট তৈরির উৎসস্থল লক্ষ্য করে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সামরিক একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ইসরাইলের ওই হামলায় ধ্বংস হয়ে গেছে সিরিয়ার একটি রাডার স্থাপনা। এতে বলা হয়, আকাশ পথে প্রতিরক্ষা বিভাগ ইসরাইল থেকে ছুটে আসা কয়েক শত রকেটের মোকাবিলা করেছে। তবে কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এতে একটি রাডার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এপ্রিলে হোমস প্রদেশের কাছে একটি বিমানঘাঁটিতে হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়। অধীকৃত গোলান উপত্যকায় ড্রোন পাঠানোর অভিযোগে সিরিয়ায় ইরানের স্থাপনা লক্ষ্য করে ইসরাইল। তারা ওই স্থাপনাকে লক্ষ্য করে এফ-১৬ যুদ্ধবিমান পাঠায়। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী তা গুলি করে ভূপাতিত করে। উল্লেখ্য, গত এক বছরে সিরিয়ার ভিতরে বহুবার হামলা চালিয়েছে ইসরাইল। এখানে উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে ইসরাইল কৌশলগত দিক দিয়ে এখনও একরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। যদিও ২০১১ সাল থেকে তাদের সীমান্ত এলাকা মোটামুটি শান্ত রয়েছে। বুধবার রাতের হামলা নিয়ে ইসরাইলি সেনা মুখপাত্র কনরিকাস বলেছেন, হামলা চালানোর আগে রাশিয়াকে এ বিষয়ে জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে চালানো এটা হলো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ সামরিক অপারেশন।

 …….. দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com