শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয় দখল ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং এলাকাবাসী শনিবার সকাল ১০ টায় যাত্রাবাড়ি শহীদ শেখ রাসেল পার্কের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএআরএস মহসিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন মেজু, তারেক বাবু, জাহাঙ্গীর, সুন্দর আলী, এছাক সরকার, আবদুর রহমান, নজরুল কমান্ডার, নাছির কমান্ডার, আতাউর রহমান ফালু প্রমুখ।
মুক্তিযোদ্ধারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধ করে আমরা ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি। আজকে স্বাধীন দেশে আমাদের জায়গা দখল ও লাঞ্ছিত করা হয়। এরচেয়ে লজ্জা আর কী হতে পারে।
তারা আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম যে দলের হাত দিয়ে অর্জিত হয়েছে, বর্তমানে সেই সরকার ক্ষমতায় আছে। ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি গোলাম হোসেনসহ মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিতকারী ‘সন্ত্রাসী’ নাজিম উদ্দীন নাজিম এখনো বীরদর্পে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।