বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
কালের খবর ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের পাশে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের সঙ্গে তাদের এখনো গোলাগুলি চলছে।
সেভ দ্য চিলড্রেন অফিসের পার্শবর্তী একটি ভবনে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। এতে ওই ভবনের বাসিন্দারা আটকা পড়েছে বলে জানিয়েছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তবে দুই সন্ত্রাসী সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করছেন তারা। এবং হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ জেলা ২০১৫ সালের পর থেকেই তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।