মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
কালের খবর নিউজ:
এখন হলিউডেও দাপিয়ে বেড়াচ্ছেন হার্টথ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।বলিউডের এই ‘দেশি গার্ল’ ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে হলিউডে জনপ্রিয়তা পেয়েছেন। শুধু তাই নয়, এজন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ডে জিতে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রীর খেতাব। বর্তমানে এই টিভি সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। আসছে নিউইয়ার। ছুটির মৌসুম চলছে এখন হলিউডে।সুযোগ পেয়েই দেশে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ পর্বও সেরেছেন। এর মধ্যে আবার জি-সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে পারফর্মও করেছেন। পাঁচ মিনিটের সে পারফরম্যান্সের জন্য নাকি পাঁচ কোটি টাকা নিয়েছেন নায়িকা। এত কিছুর পরও প্রিয়াঙ্কা ভক্তদের মনে একটা প্রশ্ন থেকেই যায়। সেটা হলো এই দেশি গার্ল বিয়েটা কবে সারছেন? সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে এই অবধারিত প্রশ্নটিই করা হয়েছিল, যেখানে তিনি বক্তা হিসেবে ছিলেন। এমনিতে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যেতেই পছন্দ করেন প্রিয়াঙ্কা। তবে এবার তিনি মুখ খুললেন। আর জানালেন নিজের মনের কথা। বিয়ে করতে তিনি অবশ্যই চান।পারলে এখনই বিয়ে করে নিতে চান আর ক্রিকেট টিমের সমান সন্তানও চান। তবে এমন পুরুষকে বিয়ে করতে চান তিনি, যিনি তার এতদিন পর্যন্ত করে আসা পরিশ্রমের মূল্য দেবেন। এখন তার যে ব্যস্ত জীবন সেটা বুঝবেন। কিন্তু এমন মানুষ পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর সেটাই প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবশ্য শোনা গেছে, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নাকি মেয়ের বিয়ে নিয়ে বেশ আশাবাদী। তবে অবশ্যই মেয়ের স্বাধীনতাতেও তিনি হস্তক্ষেপ করতে চান না। সম্প্রতি বিরাট-আনুশকার মুম্বাইয়ের রিসেপশনেও দেখা গিয়েছিল তাকে। তবে এরপরই আবার হলিউডে ফিরে যেতে হবে নায়িকাকে। হাতে পড়ে আছে একগাদা কাজ।সিনেমার শুটিং তো রয়েছেই। নতুন বছরের হ্যাংওভার কাটতেই ফের শুরু হয়ে যাবে, ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের কাজ। তাতেই ব্যস্ত হয়ে পড়বেন নায়িকা। তবে এর মধ্যেও বিয়ের ইচ্ছাটা তার মনে ভালোভাবেই রয়েছে।