শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
হাবিবুর রহমান, প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ), কালের খবর : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায় ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মগবুল হোসেনের বাড়ীতে ২৭ নভেম্বর চুরির ঘটনাকে কেন্দ্র সালিশ দরবার হয়। এই ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করলে ৩০ নভেম্বর আঃ রাজ্জাক ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিকালে আঃ রাজ্জাক ও তার লোকজন নিয়ে মগবুল হোসেনের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে বলে অভিযোগ এ উল্লেখ করা হয়। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। হামলা ও লটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মগবুল হোসেন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। স্থানীয় জামাল মিয়া সহ একাদিক ব্যাক্তি জানান আঃ রাজ্জাক ও তার লোকজন এলাকায় বিভিন্ন প্রকার মাদক, জমি দখল ও অসামাজিক কাজের সঙ্গে জড়িত।
আঃ রাজ্জাকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।