শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর
সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

 

 

 

 

কালের খবর ডেস্ক :
সন্তান জন্ম দেওয়ার জন্য এক নারী লোহিত সাগরে নেমেছিলেন। অবশেষে সেই নারী সাগরেই সন্তান জন্ম দিলেন!

সাগরে নামার কিছুক্ষণ পর শিশুটির জন্ম দেন তিনি।

আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
লোহিত সাগরে শিশু জন্ম দেওয়া নারীটি রাশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দেখা গেছে, পর্যটকদের প্রিয় মিসরীয় দাহাব শহরে লোহিত সাগরের তীরে ওই শিশুর বাবা শিশুটিকে কোলে তুলে রেখেছেন। ওই স্থানের একটি হোটেলের ব্যালকনি থেকে এক পর্যটক ছবিগুলো তুলেছেন।

জানা গেছে, পানির নিচে সন্তান জন্ম দিতে এক রাশিয়ান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন ওই নারী। এ বিষয়ে তার স্বামী তাকে সহায়তা করেছেন।

ছবিতে দেখা গেছে, একটি প্লাস্টিক কন্টেইনারে শিশুটির নাড়ি রাখা, সেটি গর্ভফুলের সঙ্গে জোড়া লেগে আছে।
তবে ওই নারী এবং তার স্বামী ও সন্তানের নাম জানা যায়নি। আর শিশুটি ছেলে না মেয়ে বা কী তার অবস্থা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী বিকিনি পড়ে সাগরে যাওয়ার পর শিশুটির জন্ম দেন। পানির নিচে শিশুটির স্বাভাবিক জন্মদানের বিষয়টি প্রশংসা করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

একজন ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য, ‘সাগর আজ অনেক লাল ছিল!’

প্রসঙ্গত, মিসরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র শারম এল-শেখের ৫০মাইল উত্তরপূর্বে অবস্থিত দাহাব শহরটি ইদানিং পর্যটকদের বিশেষত গর্ভবতীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com