রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর
সোলাইমানি হত্যায় জড়িত প্রত্যেকের ওপর হামলা চালাবে ইরান । কালের খবর :

সোলাইমানি হত্যায় জড়িত প্রত্যেকের ওপর হামলা চালাবে ইরান । কালের খবর :

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের ওপর হামলা চালানো হবে।

শনিবার আইআরজিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি বলেছেন, ‘ট্রাম্প! আমাদের মহান জেনারেলকে শহীদ করার প্রতিশোধ নিশ্চিত, গুরুতর ও বাস্তবিক।’

 সম্প্রতি মার্কিন ওয়েবসাইট পলিটিকো এক প্রতিবেদনে দাবি করেছে, জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান।  মেজর জেনারেল হোসেইন সালামি এই দাবি নাকচ করে দিয়েছেন।

তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি মনে করেন আমাদের ভাইকে শহীদ করার বদলা হিসেবে এক জন নারীর ওপর হামলা চালাব? আমাদের তাদের ওপর হামলা চালাব যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। আপনাদের জানা উচিত, ওই ঘটনায় যে বা যারা সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকের ওপর হামলা চালানো হবে এবং এটা গুরুতর বার্তা।’

গত সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তারা যদি যে কোনোভাবে আমাদের ওপর হামলা চালায় তাহলে তাদের ওপর এক হাজার গুণ কঠোর হামলা চালানোর লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।

 
twitter sharing button
linkedin sharing button
messenger sharing button
whatsapp sharing button
skype sharing button

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com