শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
ইরানে হামলার জন্য মিথ্যা ঘটনা দিয়ে নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই কাজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগিতা নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক কাউন্টার-টেররিজম বিশেষজ্ঞ ও সিআইএর সামরিক গোয়েন্দা কর্মকর্তা ফিলিপি জিরাল্ডি সংবাদ পত্রে লেখা এক কলামে এ কথা বলেন।
তিনি বলেন, ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধানোর জন্য বিপজ্জনকভাবে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর এর জন্য প্রয়োজনীয় তথ্যের জোগান দিচ্ছে ইসরায়েল। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানি হামলার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত প্রমাণ রয়েছে বলে দাবি করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তবে তাদের এ দাবিকে ভিত্তিহীন এবং মিথ্যা বলে উল্লেখ করেন ফিলিপি জিরাল্ডি।