বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
হ
কালের খবর প্রতিবেদন :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনার ব্যবস্থা করলো মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট প্রফেসর ডা. এম ফখরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য বিশেষজ্ঞ সার্জনরা শনিবার এই সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালনা করেন।
হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ল্যাপারোস্কপি সার্জন অধ্যাপক ডা. মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোশাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য মিয়া মুজিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) হলি ফ্যামিলি হাসপাতালের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এজাজ আহমেদ হিরন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৪, ২৫ ও ৩৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মিসেস নাজমুন্নাহার হেলেন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ মানুষের কল্যাণে সারা বছর বিভিন্ন হেলথ ক্যাম্প, গরীব রোগীদের ফ্রি অপারেশন, ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশনসহ সেবামূলক নানা কর্মসূচী গ্রহন করে থাকে বারাকাহ হাসপাতাল।