সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান। কালের খবর গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৭ ঈদ পূর্ণমিলন ও রজতজয়ন্তী‌ উদযাপন। কালের খবর ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬১ মসজিদে অনুদান। কালের খবর খুলনার পাইকগাছার মধ্যম সোনাতন কটিতে ঈদের জামাত অনুষ্ঠিত। কালের খবর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কালের খবর পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ ইয়াকুব আলী। কালের খবর ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান। কালের খবর ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান। কালের খবর মাটিরাঙ্গায় নিহত ও আহত পরিবারের মাঝে তারেক রহমান ও ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ। কালের খবর বাসস’র এমডির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টাকে ডিইউজে’র স্মারকলিপি। কালের খবর
রায়পুরাতে হিন্দু নারীর বসতঘর দখলের অভিযোগ। কালের খবর

রায়পুরাতে হিন্দু নারীর বসতঘর দখলের অভিযোগ। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের এক অসহায় হিন্দু ধর্মাবলম্বী সন্ধ্যা রাণী বিশ্বাসের বসতঘর দখলের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সন্ধ্যা রাণী অভিযোগ করে বলেন, যথাযথ নিয়ম অনুসারে প্রতিবছর পরিশোধের খারিজকৃত লিজে অর্পিত সম্পত্তির জমি জোরপূর্বক ও অবৈধভাবে বসতঘর ও বাথরুম স্থাপনায় দখলে নিয়েছে মুক্তি বেগম এবং তার লোকজন। এ বিষয়ে মুক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন সন্ধ্যা।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে,অসহায় সনাতন ধর্মাবলম্বী সন্ধ্যা রাণী বিশ্বাস তার লিজে অর্পিত সম্পত্তির জমি ৩ শতাংশের প্রায় অর্ধেকাংশ জোরপূর্বক ও অবৈধভাবে বসতঘর ও বাথরুম স্থাপনায় দখল করছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুক্তি বেগম জানান, আমি তার লিজে অর্পিত সম্পত্তির অল্প অংশে দখলে আছি।
তাছাড়া পার্শ্ববর্তীর প্রতিবেশী ফেরদৌসী বেগম জানান, সন্ধ্যা রাণী বিশ্বাসের লিজে সম্পত্তির প্রায় অর্ধেকাংশ জমি জোরপূর্বক বসতঘর ও বাথরুম স্থাপনায় দখলে আছে।

ভুক্তভোগী সন্ধ্যা রাণী বিশ্বাস জানান,আমার লিজে অর্পিত সম্পত্তির জমি ৩ শতাংশের প্রায় অর্ধেকাংশ দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত মুক্তি বেগম সহ গংরা জোরপূর্বক ও অবৈধভাবে বসতঘর ও বাথরুম স্থাপনায় দখল করলে তা একাধিক বার স্থানীয় সালিশি দরবার হলে আমার পক্ষে রায় হলেও তারা মানতে রাজি নয়। এছাড়া অভিযুক্তরা আমার বসতবাড়িতে ভাংচুর ও জীবনে মেরে ফেলার হুমকি দেয় প্রতিনিয়ত। সনাতন ধর্মাবলম্বী অসহায় বলেই অভিযুক্তদের এইসব কর্মকান্ডে আতংকে দিন কাটাচ্ছি।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, এই অসহায় সনাতন ধর্মাবলম্বী সন্ধ্যা রাণী বিশ্বাসের লিজে অর্পিত সম্পত্তির জমি ৩ শতাংশের প্রায় অর্ধেকাংশ জোরপূর্বক ও অবৈধভাবে দখলে অভিযুক্ত মুক্তি বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা দ্রুত সুষ্ঠু তদন্তে মাধ্যমে উচ্ছেদে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com