মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :
নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলা সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ ইয়াকুব আলী।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশি সম ভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারণ করেই পুর্ণতা লাভ করে পবিত্র ঈদের খুশি।
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরম সহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
তিনি আরও বলেন, তারণ্যের অংহকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি ও থাকবো ইনশাল্লাহ।
এছাড়াও তিনি বলেন,বার বার দেশের জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
পরিশেষে তিনি বলেন,সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশি, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।