মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ নিজাম উদ্দীন/মুজিবুর রহমান ভূঁইয়া, দৈনিক কালের খবর :
১৯৯৭ সালের ১৪ ডিসেম্বর পাহাড়ে কালো চুক্তি খ্যাত শান্তিচুক্তি বাতিলের দাবীতে চলা আন্দোলনে মাটিরাঙ্গায় হাসিনা সরকারের পুলিশ/বিজিবির গুলিতে নিহহত শহীদ রসুল ও শহীদ জাকিরসহ গুলিবিদ্ধ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌর বিএনপির ব্যবস্থাপনায় আর্থিক অনুদান ও ঈদ উপহার বিতরণ করা হয়।
চুক্তিবিরোধী আন্দোলনে পুলিশ/বিজিবির গুলিতে নিহত শহীদ রসুল, শহীদ জাকির, গুলিবিদ্ধ পরিবারের মাঝে ৫০হাজার টাকা ও অসুস্থদের চিকিৎসার জন্য ৩০হাজার করে নগদ ৫ লাখ টাকা বিতরণ ছাড়াও শতাধিক দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারন বিতবরন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ন-সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, পৌর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন, পৌর ছাত্রদলের আহাবায়ক নুর মোহাম্মদ রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মান্নান রানা ছাড়াও পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে চুক্তিবিরোধী আন্দোলনে পুলিশ/বিজিবির গুলিতে নিহত শহীদ রসুল, শহীদ জাকির, গুলিবিদ্ধ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ছাড়াও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বিএনপি সব সময় দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে। আগামী সংসদ নির্বাচনে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারন মানুষকে সাথে নিয়ে প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।