বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর
কটিয়াদীতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন কে গণসংবর্ধনা। কালের খবর

কটিয়াদীতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন কে গণসংবর্ধনা। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জ জেলার (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের ১৯৭৯ ইং সালের সাবেক নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুজ্জামান খোকন কে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরুপ কটিয়াদী বাসীর পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ২ সেপ্টেম্বর বিকালে কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে গচিহাটা বাজার বনিক সমিতির সভাপতি মিয়া হোসেন শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার সাবেক নির্বাচিত সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুজ্জামান খোকন। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বি এন পি থেকে দুইবারের নির্বাচিত সাবেক আরেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকনের বড় ভাই মেজর (অব:) আক্তারুজ্জামান রঞ্জন। এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন,মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী আলাউদ্দিন ছাবেরী, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সিদ্দিক দুলাল,করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ,করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির, কটিয়াদী উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান মুখলেছুর রহমান সরকার, আব্দুল কুদ্দুস মেম্বার ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গনমিছিল নিয়ে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায় এলাকায় দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ এর ব্যাপক লোডশেডিং এর ফলে এলাকার জনগণ মারাত্মক বিদ্যুৎ সংকটে দিন কাটাচ্ছে এমতাবস্থায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কতৃপক্ষ এলাকায় একটি পল্লী বিদ্যুতের সাব স্টেশন স্থাপনের জন্য গচিহাটা এলাকায় জমি কেনার জন্য চেষ্টা করে আসছিল কিন্তূ কোন অবস্থাতেই জমি দাঁতা পাচ্ছিল না এমতাবস্থায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন কটিয়াদী উপজেলার সহশ্রাম- ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩/১১ কেভি সাব স্টেশন স্থাপনের জন্য এলাকাবাসীর সুবিধার্থে নামমাত্র মূল্যে ৩৫ শতাংশ নিজ জমি প্রদান করেন। জাতির এই বীর সন্তানের জনকল্যাণমূলক কাজের জন্য দলমত নির্বিশেষে এলাকাবাসীর পক্ষ থেকে নানা আয়োজনে গণ সংবর্ধনা প্রদান করেছে। বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কোন সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, অনুষ্ঠিত হয়েছে। গণ সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোতাহার উদ্দিন মামুন ও সবুজ বাঙালি। সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গচিহাটা কলেজের সংগীত শিক্ষক
গচিহাটা কলেজের সংগীত শিক্ষক এ কে এম জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি ১৯৭৯ ইং সালে ২৩ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে প্রথম অস্ত্র হাতে নিয়ে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ কে স্বাধীন করেছিলাম, আমি কারো বিরুদ্ধে রাজনীতি করতে আসি নাই , আমি দেশের মানুষের কল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে মরতে চাই ‌‌‌। প্রধান অতিথির এই ভাষণের সময় গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার জনতা করতালির মাধ্যমে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন কে স্বাগতম জানান। গতকাল শনিবার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহ আসা হাজার হাজার মানুষের আগমনে গচিহাটা এলাকা জন সমুদ্রে পরিণত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com