বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মালবাহী নসিমন ভ্যানের সাথে মোটির সাইকেরলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শ্রাবন(১৭) নামে একজন নিহত এবং অপর দুইজন আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের চারপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবন উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু এবং বাবুল মিয়ার ছেলে কাউছার।
প্রত্যেক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ড্রাইভিং করে শ্রাবণ তার বাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চারপাড়া ব্রীজে সংলগ্ন বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্রান মোটরসাইকেলটিকে ধাক্কা মারে, এতে করে মটরসাইকেলটি পাশের মালবাহী ভ্যানের উপরে গিয়ে পড়ে গিয়ে তিনজনই গুরুতর আহত হয়। পরে আশ পাশের লোকজন আহত অবস্থায় তাদেরকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোশরাত ফারখান্দা জেবিন মোটর সাইকেল চালক শ্রাবনকে মৃত ঘোষনা করেন এবং বাকি দুজনের অবস্থা আশংকাজনক হওয়াতে তাদেরকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, নিহত শ্রাবণের পরিবারের এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় এবং মামলা না করার দাবীর প্রেক্ষিতে তাদের ও এলাকাবাসীর লিখিত আবেদনের ভিত্তিতে নিহতের পরিবারের কাছে রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।