বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
মো.সোহেল রানা, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি, কালের খবর : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক উপলক্ষে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২২খ্রিঃ বুধবার বেলা ১১টার দিকে বেজগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে ও ইউপি সচিব তানিয়া ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম ঢালী, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোড়ল প্রমুখ।
এ সময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা তার বক্তৃতায় সততা ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি সর্বাগ্রে নিজের ইউনিয়ন থেকে মাদক নির্মূলের অঙ্গীকার করেন। সে সাথে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।