বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক : করোনায় আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপিসহ সকলের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া-মিলাদ মাহফিল এবং করোনা সামগ্রী বিতরন করেছে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার ডিএসসিসি’র বিভিন্ন সমজিদে মসজিদে তাদের রোগ মুক্তি কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের উদ্যোগে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও কাজী মনিরুল ইসলাম মনু এমপি’র রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার ঢাকা-৫ নির্বাচনী এলাকার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল করেছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। হারুনর রশীদ মুন্না‘র সভাপতিত্বে ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু’র সঞ্চালনায় বক্তব্যে রাখেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, জেলা পরিষদ সদস্য রাবেয়া শহিদ, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীম, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন মুরাদ, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা সাঈদ মিলন, ইসমাইল হোসেন খান, আবুল কালামসহ আরো অনেকে। এ সময় উপস্থিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা, ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস এবং তার পরিবার করোনা ভাইরাস অতিদ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল শুক্রবার বাদ জুম্মায় ৬২নং ওয়ার্ডের ৪৮টি সমজিদে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার সহধর্মিনী এবং ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু’র রোগমুক্তি কামনায় গবিন্দপুর বাগানবাড়ি জামে মসজিদ,দনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, ছাপড়া মসজিদ ও মুজাহিদ নগর কেন্দ্রীয় মসজিদসহ ১২টি মসজিদে বিশেষ দোয়া-মিলাদের আয়োজন করেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম স্বপন। পরে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন তিনি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার সহধর্মিনী এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কামনায় শতাধিক মসজিদে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করেন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। এ সময় (কোভিড-১৯) আক্রান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর দক্ষিনের সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করা হয়। এরআগে সকাল ৯টায় সারুলিয়া-রানীমহল ও বড়ভাঙ্গা বাজারে ফুটপাত ব্যাবসায়ী-পথচারিদের জনচেতনামূলক লিফলেট,মাস্ক বিতরন করেন কাউন্সিলর পলিন। গতকাল শুক্রবার কাপ্তান বাজার ও আশপাশের এলাকায় মাস্ক বিতরণ করেছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। এদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ হাজার মাস্ক বিতরণ করেন লাভলু। উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লী-যুবলীগ ও শ্রমিক লীগের স্থানীয় নেতারা। পরে ৩৮নং ওয়ার্ডের ৮টি মসজিদেও মুসল্লিদের মাঝে করোনা সামগ্রী বিতরন করেন তিনি। করোনায় আক্রান্ত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা কামনায় ডগাইর বাজার জামে মসজিদ ও ভূইঁয়া মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইঁয়া। এরআগে রাসেল ভূইঁয়ার নেতৃত্বে ৬৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডগাইর বাজার ও জিরোপয়েন্টে মাস্ক বিতরণ করেছেন।