বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর জেলা প্রতিনিধি, কালের খবর : জনতা ব্যাংক লিমিটেড, মেহেরপুর শাখার উদ্যোগে অটোমেটেড চালান প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে। আজ ২৩শে অক্টোবর শনিবার সকালের দিকে মেহেরপুর জনতা ব্যাংক কার্যালয়ের সামনে থেকে শুরুকরে র্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় ও আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু করা হয়। জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল কাদির, এসপিও এর সভাপতিত্বে সচেতনামুলক র্যালি ও আলোচনা সভায় তিনি বলেন, এখন থেকে জনতা ব্যাংকের এ শখায় সরকারি রাজস্ব ফি যেমন পাসপোর্ট, আয়কর, ভ্যাট, শুল্ক এর অর্থ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হলো সাধারণ মানুষ হয়রানি না হয়ে খুব সহজে রাজস্ব জমা করতে পারবে। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন জনতা ব্যাংক লিমিটেড রেল বাজার শাখা চুয়াডাঙ্গার ম্যানেজার মোঃ হুমায়ন কবীর, মেহেরপুর শাখার কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান সহ মেহেরপুর ও বামুন্দী শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।