বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী বিস্তীর্ণ তাড়াশের বিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড়ের সহ তাড়াশের বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা।
শুক্রবার বিকালে তাড়াশের বিলের নয় নং দশ নং ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছেন নর্তকী সহ কয়েকজন হিজরা। আর এদের সাথে নৌকায় নেশা জাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছে তরুণ যুবকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, এ সব নর্তকী ও হিজরাদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এ কর্মকান্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসা যুবকেরা।
আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। এদিকে নর্তকী ও হিজরা থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া।
বিলের নয় নং এবং দশ নং ব্রিজ এলাকায় পরিবার সহ ঘুরতে আসা মোঃ সরোয়ার হোসেন বলেন ঐতিহ্যবাহী এই তাড়াশের বিলের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে নয় নং ও দশ নং ব্রীজ এলাকায় এই সময়ে প্রায় প্রতিদিন রাজশাহী,নাটর,কুষ্টিয়া,পাবনা,ও সিরাজগঞ্জ শহর সহ অন্য জেলা থেকেও শত শত মানুষ আসে।
কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলে অশ্লীল কর্মকান্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
তাড়াশের বিলে বেড়াতে আসা ভ্রমন কারি মাসুদ রানা,ইসমাইল হোসেন,আয়নাল হক বলেন তাড়াশ চলন বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলে অশ্লীলতায় ডুবছে যুব সমাজ, ফলে অভিভাবকেরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছেন।
তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বাশের ছঁই তোলা ও সামিয়ানা টাঙানো শ্যালোইঞ্জিন চালিত ভাসমান বনভোজনের এসব নৌকাতে গান বাজনা নাচা নাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ফজলে আসিক ইনচার্জ জানান বিষয়টি সম্পর্কে থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে এ ধরণের অশ্লীল কর্মকান্ড চলে থাকলে তা বন্ধে পুলিশ অতি দ্রুতই অভিযান পরিচালনা করবে।