রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনে দুই পরিবারেরই আপত্তি। কালের খবর মাদারীপুরের কালকিনি উপজেলায় শিকারমঙ্গল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কালের খবর “পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে”-সাবেক এমপি শাহজাহান চৌধুরী। কালের খবর সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসায়ী নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মার্কেট ভাংচুরের অভিযোগ। কালের খবর নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কালের খবর দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি যেসব অপকর্মের হোতা ছিলেন। কালের খবর পরিস্থিতির স্বার্থে নাহিদের ‘বোন’ পরিচয় দিয়েছিলাম : ফাতিমা। কালের খবর কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে। কালের খবর
মেঘনার রামপুরা বাজারে গণডাকাতি পুলিশ নির্বিকার, আইনশৃঙ্খলার চরম অবনতি, আতঙ্কে এলাকাবাসী । কালের খবর

মেঘনার রামপুরা বাজারে গণডাকাতি পুলিশ নির্বিকার, আইনশৃঙ্খলার চরম অবনতি, আতঙ্কে এলাকাবাসী । কালের খবর

 মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :

কুমিল্লার মেঘনা উপজেলায় এক রাতে স্বর্ণালঙ্কারের দোকানসহ আট দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুরা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১২-১৪ জনের একটি ডাকাত দল স্পিডবোটে করে এসে রামদা ও জুইতাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে হানা দেয়।

এ সময় বাজারের পাহারাদারদের আটক করে মারধর করে একটি দোকানের তালা ভেঙে সবাইকে রশি দিয়ে বেঁধে চারটি স্বণালঙ্কারের দোকানসহ আটটি দোকান ভাঙচুর করে স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল।

রামপুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, রামপুরা বাজারে মানিকবাবু, নাসির উদ্দিন ও আলামিনসহ ছয়জন পাহারাদার রয়েছে। এদের মারধর করে একটি দোকানে বেঁধে রেখে নির্বিঘ্নে ডাকাতি করে চলে যায় ডাকাত দল।

পরে এলাকাবাসীর চিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এলাকাবাসী জানান, রামপুরা বাজারে রয়েছে নৌপুলিশ ফাঁড়ি ও এক কিলোমিটার দূরে মেঘনা থানা, তার পরও কিছু দিন পর পর এখানে ডাকাতির ঘটনা ঘটে থাকে।

এ উপজেলায় গত এক মাসে ১০টি ডাকাতি ও ভাওরখোলার বৈদ্যনাথপুর, উপজেলা পরিষদের মূল গেটের সামনের দোকানসহ ৩০টি চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচে ডাকাত দলের অভয় আশ্রম হিসাবে পরিচিতি পেয়েছে এলাকাটি।

ভাওরখোলা মহেশখালীর মধ্যখানে ৮০ মিটার ব্রিজের নিচে ওঁৎপেতে থাকা ডাকাত দল রামদা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে পথচারী ও যানবাহন থামিয়ে যাত্রীদের স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে অসংখ্যবার।

ডাকাতদের ভয়ে সন্ধ্যা ৭টার পর মেঘনার প্রধান রাস্তাটিতে চলাচল করতে পারে না  লোকজন। বিভিন্ন স্থানে মারামারি সংঘাতে গত কয়েক মাসে প্রায় দুই শতাধিক মানুষ আহত ও তিনজন খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে কয়েকজন।  নিখোঁজের পর লাশ পাওয়ার ঘটনাও রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এত কিছুর পরও থানা পুলিশ নির্বিকার।

মেঘনা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মজিদ কালের খবরকে  জানান, রামপুরা বাজারে কয়েকজনকে বেঁধে মালামাল নেওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গেছি, অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছি।

এ ব্যাপারে হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইস্পিনা রানী প্রামাণিক কালের খবরকে  জানান, ওমরাকান্দা ব্রিজ এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে, ঘটনাস্থল রামপুরা বাজারে পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com