রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
যশোর থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়ায় দিনব্যাপী পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার (নয়টি) ইউনিয়নের প্রায় শতাধিক পাট চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । ২৫ শে মে,বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে দুপুর দুই টা পর্যন্ত কৃষকদের এই প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি ভাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাট অধিদপ্তরে যুগ্ন সচিব (রুটিন) মোঃ এনায়েতুল্লাহ খান ইউসুফ -জী, অনুষ্ঠানটি উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান – মোছাঃ ভিক্টোরিয়া পারভীন( সাথী) উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ তানিয়া আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, যশোর( বি এ ডি সি) সহ কারী পরিচালক, শেখ আমিনুল ইসলাম সহ কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মকর্তাগন এসময় কৃষকদেরকে পাট ও পাটজাত দ্রব্যর উপকারিতা সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। উল্লেখ্য এ বছরে প্রতিকূল আবহাওয়ার কারণে পাট খেতের কিছুটা ক্ষতি হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেন। তবে কৃষি কর্মকর্তাগন বলেন, সময়মতো পরিচর্যা করলে ও আবহাওয়া অনুকূলে থাকলে- এ উপজেলার পাট চাষীদের মুখে হাসি ফুটবে।