বিরামপুর প্রতিনিধি, কালের খবর :
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আক্কাস আলী বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের ফলাফলে আ.লীগ মনোনীত প্রার্থী আক্কাস আলী নৌকা প্রতীকে
পেয়েছেন ১৫৩৬০ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮৬৮৬ ভোট।
(১৬ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি রির্টানিং অফিসার সামসুল আযম ফলাফল ঘোষনা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬ কেন্দ্রে ১০৫ টি বুথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়।
এবার বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়রপদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের বিপরীতে ৩২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, বিরামপুর পৌরসভার নির্বাচনে পৌরসভায় ভোটার রয়েছেন ৩৬ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ১৭ হাজার ৯৫২ পুরুষ এবং ১৮ হাজার ৭০৬ জন মহিলা ভোটার রয়েছেন।