বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, কালের খবর ঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিরামপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে
(১৪ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় পৌর শহর ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মুনাজাত ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) আব্দুল খালেক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী এবং উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।