নরসিংদী প্রতিনিধি, কালের খবর :
নরসিংদির শিবপুরে পানিতে ডুবে নিহত ২২বছরে এক যুবক শিবপুর থানা পুটিয়া ইউনিয়নের সৈয়দ নগর দরিপার মোঃলুতফর রহমানের ছেলে মোঃমোশেদ সকাল ১১টায় হাড়িদোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে জায় অনেক খোজাখুজি করে বিকাল ৩টায় পাওয়ার জায় মৃত অবস্থা, এলাকা বাসির অভিযোগ নদীথেকে অবৈধ ভাবে বালু তোলেফেলায় নদী অনেক গবির হয়ে জায়,এলাকা বাসির অনুরোদ জেন অবৈধ বালু উতল কারিকে আইনের আওতায় এনে বিচার করা হয়