স্টাফ রিপোর্টার শিমুল আহমেদ ,কালের খবর :
বন্যায় তলিয়ে গেছে ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়ন ৩৮দাগ,৭৩ দাগ।
এ বছর বন্যা পানি একটু আগে আসাতেই কৃষকেরা ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে!!!
৩৮ দাগ, ৭৩ দাগ, মোহোন মিয়ার হাট সহ নর্থ চ্যানেল ইউনিয়ন এর প্রায় সকল এলাকাই প্লাবিত হয়েছে। এ এলাকার সকল মানুষের একমাত্র ভরসা তাদের যে জমি টুকু তা এবার ভয়ংকরভাবে ডুবে গেছে প্রচুর পরিমান ধান সহ। গ্রামের সাধারন কৃষকেরা এবার হুমকিতে পরেছে কারন এ ইউনিয়নে অধিকাংশ মানুষ নিজেদের জমিতে ধান চাষ করে সারাবছর ভাত খেয়ে থাকে।
এবার তারা কি খেয়ে বাঁচবে?
করোনা কালের কোন সাহায্য কোন ত্রান বা আর্থিক সহায়তা গরীব কৃষকেরা পায় নাই! কারন উপর মহল ধরে নেয়া হয় এরা সকলে ভালো আছে।যদিও স্থানীয় মেম্বাররা সকলের N ID এবং ফোন নাম্বার নিয়ে গেছেন অনেক আগেই। এবার বন্যার পানিতে ধান ডুবে খাদ্যের সংকট যখন গরীব, অসহায় কৃষককে হাতছানি দিচ্ছে তখনও কি ধরে নিবেন ওরা ভালো আছে? প্রশ্ন কর্তৃপক্ষের কাছেই রইলো।