বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে এই আদেশ জারি করে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। পরে বিকালে এই চিঠি পৌঁছে দেয়া হয় থানা কার্যালয়ে। তবে সেখানে নতুন কাউকে অফিসার ইনচার্জ হিসেবে এখনও দেয়া হয়নি।
তিনি জানান, ওসি খোন্দকার শওকত জাহানকে পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।
কী কারণে পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে– এর কারণ জানতে চাইলে তিনি জানান, এটি পুলিশের নিয়মিত বিষয়।
ওসি জানান, খোন্দকার শওকত জাহানের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, নির্দোষ মানুষকে বিনাকারণে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধন করে ছিল রাজৈরবাসী।