বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর
বাউফলে কালিশুরি-কাছিপাড়া সড়কের বেহাল অবস্থা। কালের খবর

বাউফলে কালিশুরি-কাছিপাড়া সড়কের বেহাল অবস্থা। কালের খবর

  • বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর :

Goodman Travels

পটুয়াখালী বাউফল উপজেলার কালিশুরি-কাছিপাড়া ইউনিয়ন সড়কের ইট, খোয়া, পাথর উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। কাদামাটিতে একাকার হওয়া সড়কটি দিয়ে বন্ধ হয়ে গেছে সব ধরণের যান চলাচল। কোনো কোনো জায়গার অবস্থা হাঁটারও অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ চরমে উঠেছে দুই ইউনিয়নসহ সংশ্লিষ্ট হাজারো মানুষের।

২০১৬-১৭ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু এক বছর না যেতেই সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই সময়ে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া ভারী যানবাহন চলাচল করেছে হরহামেশাই।

খোঁজ নিয়ে জানা গেছে, কালিশুরি-কাছিপাড়া এ সড়কের দুই পাশে রয়েছে হাজেরা তালুকদার মাধ্যমিক বিদ্যালয়, ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়, পোনাহুরা ফাজিল মাদ্রাসা, ছিটকা প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি মাদ্রাসা। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষকদের যাতাযাতের একমাত্র পথ এ সড়কটি। এ ছাড়াও কালিশুরি থেকে কম সময়ে জেলা সদরে যাওয়ার পথ এটি।

উপজেলার ধুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ইসমাইল তালুকদার বলেন, এই সড়কটি দিয়ে তার প্রতিদিন কর্মস্থল যেতে হয়। সড়কটির এমনই দশা যে জুতা পায়েতো দুরের কথা, খালি পায়ে যাওয়া কষ্ট সাধ্য। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই তিনি সড়কটির সংস্কার করার দাবী জানান।

স্থানীয় পরিবহন গাড়ির চালক নিজাম মীর বলেন, কালিশুরি, ধুলিয়া এই দুই ইউনিয়নের মানুষের জেলা সদরে যাতায়াতে অন্যতম পথ এ সড়কটি। দৈনিক হাজার হাজার যাত্রী যানবহানে চলাচল করতো এ সড়ক দিয়ে। সম্প্রতি বাউফল –কালিশুরি মহাসড়ক সংস্কার শুরু হওয়ার কারণে এ অঞ্চলের ভরসা ছিল এই সড়ক। সেটার বর্তমানে চলাচলের অনুপোযোগী।

এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান আহম্মেদ বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com