বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
মোঃ আশরাফ উদ্দীন,সীতাকুন্ড, থেকে, কালের খবর : সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় মানুষ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, মাতৃভূমি সামাজিক সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক জনরত্ন আ ম ম দিলসাদ আজ চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৪ লক্ষ টাকার অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করেন।
উল্লেখ যে গতবছর মাতৃভূমি সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মনোবিকাশে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, স্বদেশবোধের শপথ ও “না” এর প্রচারাভিযান কর্মসূচিতে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত প্রতিষ্ঠানসমূহের জন্য ২৭ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দেন। সে অঙ্গিকারের আলোকে আজ তিনি কথাকলি উচ্চ বিদ্যালয় ও জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করেন। এর আগে তিনি হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয় ও সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে অনুদান প্রদান করেন। সহসা মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় ও লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য অনুদান হস্তান্তর করবেন।