বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে, কালের খবর :
কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়ায় আলোচিত বৃদ্ধ লাঞ্ছনাকারী ওয়ার্ড যুবলীগ নেতা আনছুর আলম (৪০) কে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
আজ সকালে মহেশখালীর ষাটমারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি টিম।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্যে, গত ২৪ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়ার ঢেমুশিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতন করে আনছুর আলমের নেতৃত্বে কয়েকজন। আলোচিত ওই মামলার প্রধান আসামী আনছুর পালিয় গেলেও তিনজনকে আটক করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর সর্বত্র নিন্দার ঝড় উঠে।
ঘটনার মূলহোতা আনছুর আলমকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। অবশেষে আজ পুলিশের হাতে ধরা পড়ে আনছুর আলম।