শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস ভবনের সামনে থেকে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা বড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে সুমন মিয়া (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।
সুমন মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের শাহাদাত মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, আটক সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানা যায় ।