শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : সিলেট দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে রাজ বাড়িতে অদ্য( ৮) মে দুপুর ২টা দিকে ভরাউট রাজবাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ভাতিজার হাতে ভাই খুন। ভিকটিম আব্দুল জব্বারের(৫৫) সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয় ভিকটিমের ভাতিজা ফাহিম আহমদ ফাইম(২২)। সাথে সাথেই ফাহিমের বাবা আব্দুর সত্তার সহ ৩/৪/জন মহিলা ধারালো চাকু দেশীয় অস্ত্র সহ আব্দুল জব্বারের ও উনার সহধর্মিনী মোছাঃ আছিয়া বেগম এর উপর ঝাপিয়ে পড়ে, ফাহিম আহমদ ফাইমের, বাবা আব্দুল সত্তার, ও ফাহিমের মা বোন সহ।
সরেজমিনে জানা যায় এলাকাবাসীর সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সিতে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আব্দুর জব্বার (৫৫)কে মৃত্যু ঘোষণা করেন।
সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ফাহিম আহমদ ফাইম কে গ্রেফতার করে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।