বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
নবীগঞ্জ থেকে শাহরিয়ার আহমেদ শাওন, কালের খবর : নবীগঞ্জ শহরের সরকারি জে,কে উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাছ ও কাচামালের দোকান স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের মাঠে দোকান পাঠ বসানো হয়।
পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল রবিবার সকল মাছ ও কাচামাল ব্যবসায়ীদের খোলা মাঠে দূরত্ব বজায় রেখে দোকান বসানোর আহবান করা হয়।
এসময় প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা থাকলেও স্থানীয় ঘনবসতি পূর্ণ দোকান গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্ট সাধ্য ছিল।করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে মাছ ও কাচামালের দোকান স্থানান্তর করা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রান্তুিক খোলা মাঠে চিরচারিত উৎসব মুখর গ্রাম্য মেলার ন্যায় দোকান পাঠ বসানো হয়েছে।এসময় ক্রেতাদের সংখ্যাও দেখা যায় চোখে পড়ার মতো। শুটকি থেকে শুরু করে মাছ, তরিতরকারি, কলা,পান সুবারি, নিত্যপ্রয়োজনীয় দোকান বসেছে।প্রথম দিন হওয়ায় এসময় আরো অনেক দোকানি দের দেখা যায় বাশ গেরে দোকান সাঝাতে।ক্রেতাদের পেয়ে বিক্রেতাদের মুখেও হাসি দেখা যায়।
সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব মুখর পরিবেশে ব্যবস্য করতে দেখা যায় দোকানিদের।
Sent from Yahoo Email App for Android