শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ সাতক্ষীরার দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত পাঁচ। কালের খবর সাপাহারে রাতের অন্ধকারে ফলন্ত আম গাছ কাটল দূর্বৃত্তরা। কালের খবর বাঘারপাড়ায় হাঙ্গার প্রজেক্টের সামাজিক সম্প্রীতি কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসার’র মতবিনিময়। কালের খবর রায়পুরায় মরহুম ডাঃরোস্তাম আলীর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর ভাতৃত্ববোধ সুদৃঢ় করতে রায়পুরাতে দোয়া ও ইফতার। কালের খবর রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা। কালের খবর ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে গুনীজনদের আলোচনা সভা সম্পন্ন। কালের খবর আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন। কালের খবর সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে ২৪ জন হরিন শিকারীর আত্মসমর্পণ। কালের খবর
মতলবে আইসিডিআরবি’তে শিশু রোগী শূণ্য। কালের খবর

মতলবে আইসিডিআরবি’তে শিশু রোগী শূণ্য। কালের খবর

মতলব থেকে শহীদুজ্জামান সরকার, কালের খবর : মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আন্তজার্তিক উদরাময় গবেষনা কেন্দ্রে (আইসিডিডিআর’বি) রোগী ভর্তির হার অর্ধেকের বেশি কমে গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী শূণ্য হয়ে পড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় পার্শ্ববর্তী জেলা ও দূর-দূরান্তের রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসের শেষের ৯দিনে (২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত) হাসপাতালে রোগী ভর্তি হয়ে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও কম। করোনা ভাইরাস সংক্রমন ভয়ে রোগাী হাসপাতালে আসে না এমন অভিযোগও পাওয়া গেছে।
জানা যায়, মার্চ ২২ তারিখে ৯৩জন, ২৩ তারিখে ৭৫জন, ২৪ তারিখে ৭৬জন, ২৫ তারিখে ৭১জন, ২৬ তারিখে ৪৭জন, ২৭ তারিখে ৪৯জন, ২৮ তারিখে ৫৭জন, ২৯ তারিখে ৭৬জন, ৩০ তারিখে ৫৪জন রোগী ভর্তি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ মার্চ তারিখে ২৮জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সংশ্লিষ্ট ডায়রিয়া বিভাগে জানান, গত বছর এ সময়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে এ রোগীর সংখ্যা ৬০শতাংশে নেমে এসেছে। গত ৯ দিনে হাসপাতালে ৫শত ৯০জন রোগী ভর্তি হয় যা গত বছর ছিল প্রায় দেড় শতাধিকের মতো।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্র শেখর দাস বলেন, এমনিতেই রোগী এখন বেশি আসছে না। যা আসছে মতলব উত্তর ও দক্ষিণ, দাউদকান্দি, চাঁদপুর সদর থেকে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে হয়েতো বেশি জরুরী না হওয়ায় কেউ কষ্ট স্বীকার করে আসছে না। আমরাও রোগীর অবস্থা খারাপা না হলে প্রাথমিক পর্যালোচনা শেষে নির্দেশনা দিয়ে ছেড়ে দিচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com