মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর
মতলবে আইসিডিআরবি’তে শিশু রোগী শূণ্য। কালের খবর

মতলবে আইসিডিআরবি’তে শিশু রোগী শূণ্য। কালের খবর

মতলব থেকে শহীদুজ্জামান সরকার, কালের খবর : মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আন্তজার্তিক উদরাময় গবেষনা কেন্দ্রে (আইসিডিডিআর’বি) রোগী ভর্তির হার অর্ধেকের বেশি কমে গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী শূণ্য হয়ে পড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় পার্শ্ববর্তী জেলা ও দূর-দূরান্তের রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসের শেষের ৯দিনে (২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত) হাসপাতালে রোগী ভর্তি হয়ে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও কম। করোনা ভাইরাস সংক্রমন ভয়ে রোগাী হাসপাতালে আসে না এমন অভিযোগও পাওয়া গেছে।
জানা যায়, মার্চ ২২ তারিখে ৯৩জন, ২৩ তারিখে ৭৫জন, ২৪ তারিখে ৭৬জন, ২৫ তারিখে ৭১জন, ২৬ তারিখে ৪৭জন, ২৭ তারিখে ৪৯জন, ২৮ তারিখে ৫৭জন, ২৯ তারিখে ৭৬জন, ৩০ তারিখে ৫৪জন রোগী ভর্তি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ মার্চ তারিখে ২৮জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সংশ্লিষ্ট ডায়রিয়া বিভাগে জানান, গত বছর এ সময়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে এ রোগীর সংখ্যা ৬০শতাংশে নেমে এসেছে। গত ৯ দিনে হাসপাতালে ৫শত ৯০জন রোগী ভর্তি হয় যা গত বছর ছিল প্রায় দেড় শতাধিকের মতো।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্র শেখর দাস বলেন, এমনিতেই রোগী এখন বেশি আসছে না। যা আসছে মতলব উত্তর ও দক্ষিণ, দাউদকান্দি, চাঁদপুর সদর থেকে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে হয়েতো বেশি জরুরী না হওয়ায় কেউ কষ্ট স্বীকার করে আসছে না। আমরাও রোগীর অবস্থা খারাপা না হলে প্রাথমিক পর্যালোচনা শেষে নির্দেশনা দিয়ে ছেড়ে দিচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com