সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালের খবর : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনের চার্জার বিস্ফোরণে ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে।
গতকাল দুপুরের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারের দক্ষিণে চর কচ্ছপিয়া মসজিদ মার্কেট সংলগ্ন এফরান ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, মুঠোফোনের চার্জার বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় ছোট ছোট ৩টি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি কর্মকর্তা মো. সেলিম , স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফোনের চার্জার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।