সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর : ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরুষ্কার লাভ করেছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম( বার) পিপিএম। রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০ সকালে ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম বারের হাত থেকে তিনি এ পুরুষ্কার গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ বছর জানুয়ারি মাসে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি, কর্তব্যে সততা ও শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে তিনি আইন-শৃঙ্খলার উন্নতিতে অবদান রেখেছেন।
সামগ্রিক বিষয় বিবেচনা করে ঢাকা রেঞ্জের পর্যালোচনায় তিনি এ পুরুষ্কারে মনোনিত হন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ।
প্রলয় কুমার জোয়ার্দার গত বছরের ১৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপ সিটিটিসির উপ-পুলিশ কমিশনার থেকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার,পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।
নরসিংদীতে পুলিশ সুপার হিসাবে যোগদান করেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরাতে তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বন্ধে তিনি কঠোর অবস্থান গ্রহণ করার কারণেই আইন-শৃঙ্খলার উন্নতির সাথে সাথে জেলায় শান্তি বিরাজ করছে। চরানঞ্চলে টেঁটা যুদ্ধ বন্ধ করতে তিনি সফলতা অর্জন করেন। প্রশাসন সহ নরসিংদী জেলার সর্বস্তরে তিনি একজন ক্লিন ইমেজধারী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন।