শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
মিহিরুজ্জামান সাতক্ষীরা জেলা প্রতিনিধি কালের খবর : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ১৫’শ পিস ভারতীয় মাস্কসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সীমান্তের এলাকা লক্ষিদাঁড়ি থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারির আব্দুল কাদের ২২। সে সদর উপজেলার আলীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার নুর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ১৫’শ পিস ভারতীয় মাস্কসহ উক্ত চোরাকারবারিকে হাতে নাতে আটক করেছে বিজিবি। জব্দকৃত মাস্কের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। তিনি আরও জানান আটককৃত চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান৷