সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
ফজলুল করিম, জামালপুর থেকে, কালের খবর : জামালপুরে-৩৫ (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আজ শনিবার ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
সভায় ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা।
বিজবির পক্ষ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখাসহ মাদক, চোরাকারবারি এবং নানা অপরাধ নির্মূলের প্রশ্নে সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিদের নিকট সর্বাত্বক সহযোগিতা কামানা করা হয় ।