বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার হুমকি দেশের জন্য অকল্যাণকর। কালের খবর : মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার রাস্তাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে : ড. সালেহউদ্দিন আহমেদ। কালের খবর বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সুস্থতা কামনায় মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত। কালের খবর মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন। কালের খবর
রাশিয়ার হুঁশিয়ারি সিরিয়ায় ন্যাটোর হস্তক্ষেপ মানবো না’। কালের খবর

রাশিয়ার হুঁশিয়ারি সিরিয়ায় ন্যাটোর হস্তক্ষেপ মানবো না’। কালের খবর

কালের খবর ডেস্ক :

সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল সৃষ্টির প্রক্রিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো ধরনের অংশগ্রহণ মেনে নেবে না মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন।

শুক্রবার মস্কো সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে এরিকসোন সুরিদে’র সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সমাজের হাতে অর্পণের যে পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার উদ্দেশ্য যদি ন্যাটো জোটের নিয়ন্ত্রণ হয় তাহলে তা কোনো ভালো ফল বয়ে আনবে না।

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর গত ৯ অক্টোবর ওই অঞ্চলে সামরিক আগ্রাসন শুরু করে তুরস্ক।

আঙ্কারার দাবি, উত্তর সিরিয়া থেকে কুর্দি গেরিলাদের নির্মূল করার লক্ষ্যে এ আগ্রাসন শুরু করা হয়েছে। টানা নয় দিন সামরিক অভিযান চালানোর পর তুরস্ক তা পাঁচদিনের জন্য স্থগিত রাখে।

পাঁচদিনের ওই সময়সীমা শেষ হওয়ার আগেই তুরস্কের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার ব্যাপারে মস্কোর সঙ্গে আঙ্কারার সমঝোতা হয়। রাশিয়ার অবকাশযাপন কেন্দ্র সোচিতে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান ওই সমঝোতায় পৌঁছান। সমঝোতা অনুযায়ী তুরস্ক উত্তর সিরিয়ায় তার সামরিক অভিযান বন্ধ রাখবে এবং বিনিময়ে তুর্কি গেরিলারা তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরে যাবে।

এদিকে, সোচিতে পুতিন-এরদোয়ান বৈঠকে যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়নে জাতিসংঘের ভূমিকা রাখা উচিত বলে জার্মানিসহ আরো কিছু দেশ মন্তব্য করেছে।

এ সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, যে সমঝোতা অর্জনে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না তা বাস্তবায়নে এই বিশ্ব সংস্থাকে টেনে আনার অর্থ হবে অযথা জটিলতা তৈরি করা। রাশিয়া যেকোনো পরিস্থিতিতে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর।

সূত্র : পার্সটুডে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com