বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর মানিকছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক। কালের খবর নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর
ভুইগড়ে অল্প বৃষ্টিতে বিদ্যালয় মাঠে ও রাস্তায় পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম, দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কালের খবর

ভুইগড়ে অল্প বৃষ্টিতে বিদ্যালয় মাঠে ও রাস্তায় পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম, দুর্ভোগ পোহাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কালের খবর

 

মাসুদুর রহমান নয়ন, কালের খবর :

নারায়নগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ভূঁইগড়ে অবস্থিত হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ও চলাচলের রাস্তায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। এ অবস্থায় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ায় শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে।

সরেজমিনে গতকাল দেখা গেছে, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠটি পানিতে ভরে গেছে। কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে বিদ্যালয়ের মাঠ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড়, ভিজে যায় বই খাতা। এছাড়া মাঠে জমে থাকা কাদাপানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত ওই মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবি জানায় শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানায়, মাঠটি শুধু স্কুলের ছাত্র-ছাত্রীদেরই নয়, এই এলাকার যুবকদেরও খেলাধুলার মাঠ। মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের নালা বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বিদ্যালয়ের শিক্ষার্থী রায়া বলেন, তারা বাড়িতে বদ্ধ পরিবেশে থাকে, আবার বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বালা জানান, এই বিদ্যালয়ে অনেক কোমলমতি শিক্ষার্থী রয়েছে। বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ থেকে নিষ্কাশনের পথ না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষার সময় সামান্য বৃষ্টি হলেই  মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও মাঠে খেলাধুলা করতে পারছে না। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আল মামুন মিন্টু ভূঁইয়া জানান, মাঠটি একটু নিচু হাওয়ায় বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়। দ্রুত মাঠে মাটি ভরাট না করলে স্কুল চালানো কঠিন হয়ে যাচ্ছে। মাঠে যেন দ্রুত মাটি ভরাট করা হয় এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com