শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

কালের খবর প্রতিবেদক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাড়ারকাঁটা নদীর পর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে ব্রিজটির পাটাতন ভেঙে গেলেও এখন পর্যন্ত কর্তপক্ষ কোন ব্যাবস্থা না নেওয়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গত ২০১৭ সালে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড চাড়ালকাঁটা নদীর চর ড্রেজিং করে করে নদীর বালু উত্তোলন করে ক্যানেলের দুই পাশে ভরাট করে রাখে। ওইসব বালু একটি চক্র পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আঁধারে ১০ চাকার ট্রাকে করে রাতভর বেইলি ব্রিজের ওপর দিয়ে চলাচল করায় অতিরিক্ত লোডের কারণে ২০১৭ সালের ১৯ ডিসেম্বর ব্রিজের একটি পাটাতন ভেঙে গেলে ইত্তেফাকে রির্পোট প্রকাশের পর কর্তৃপক্ষ মেরামত করে দিয়ে যায়।

এলাকাবাসী জানায় কতৃপক্ষ তড়িঘড়ি করে ওই ভাঙা অংশটুকু মেরামত করলে গত শুক্রবার আবারো ব্রিজের আর একটি পাটাতন ভেঙে নিচে পরে যায়। এতে করে ভারী যানচলাচল বন্ধ রয়েছে।

অটো চালক বলেন, ব্রিজটির পাটাতন ভেঙে যাওয়ার ফলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। অনেক কষ্ট করে যাত্রীদের সহযোগিতায় অটো নিয়ে চলাচল করছি। কিন্তু পাটাতন ভেঙে যাওয়ার ফলে বাস ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুল বলেন, ‘আমি ব্রিজটি খুব দ্রত মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ব্রিজটি ভাঙা অবস্থায় রয়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com