রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
অভিনয়ের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে চাই নড়াইলের – সোহাগ হোসেন। কালের খবর

অভিনয়ের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে চাই নড়াইলের – সোহাগ হোসেন। কালের খবর

‍সাঈদ ইবনে হানিফ, প্রতিবেদক,  কালের খবর : — একজন সোহাগ হোসেন, অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজের জায়গা করে নিতে চায়। ইতিমধ্যে (ন্যাচারাল, টিভি) নামে একটি ইউটিউব চ্যানেলে তার একাধিক শট ফিল্ম প্রচারিত হচ্ছে। সোহাগ হোসেন অভিনিত শট ফিল্ম গুলোতে বিশেষ করে গ্রামীন চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। স্বচেতন মূলক বিভিন্ন শট ফিল্ম গুলো তৈরিতে তার নাট্য দল বেশির ভাগ সময়ে নিজ এলাকার দর্শনীয় স্থানগুলো কে বেছে নিচ্ছেন। সম্প্রতি – এই তরুণ অভিনেতা এস এম সোহাগ হোসেনের সাথে কথা হয় এলাকায় ুএকটি শুটিংয়ের সময়। তিনি আমাদের প্রতিবেদক, সাঈদ ইবনে হানিফ কে জানান, নড়াইল জেলার প্রত্যান্ত এলাকার অঝোর পাড়া গায়ের সাধারণ এক কৃষক পরিবারে তার জন্ম, পিতা মোঃ হাসাদ সরদার একজন কৃষক, মা গৃহীনি, দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়, ছোট ভাই কনস্ট্রাকশন ব্যাবসা বানিজ্য দেখা শোনা করে। অভাবের সংসারে মাঝে বেড়ে ওঠার গল্প নিয়েই তার অভিনয় জগতে পা রাখা। সেই থেকে অভিনয় কে নেশা – পেশা হিসাবে নেওয়ার সপ্ন দেখা। সোহাগ হোসেন জানায়, জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সাথে ও ইতিমধ্যে কিছু শট ফিল্মে অভিনয় করেছেন। সম্প্রতি এলাকায় ফিরে তিনি একটি নাট্য দল গঠন করেছেন, নাট্য দলটি নিয়ে তিনি এলাকার বিভিন্ন দর্শনীয় স্পটে শুটিংয়ে ব্যাস্ত সময় পার করছেন। এসময় তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার নাট্য দলে উল্লেখযোগ্য অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছে, সোহাগ করিম, সিকদার সাগর, সজল আমিন, বোরহান আরিফ এছাড়া অভিনেত্রী ও রয়েছে কয়েকজন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com