সাঈদ ইবনে হানিফ, প্রতিবেদক, কালের খবর : -- একজন সোহাগ হোসেন, অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজের জায়গা করে নিতে চায়। ইতিমধ্যে (ন্যাচারাল, টিভি) নামে একটি ইউটিউব চ্যানেলে তার একাধিক শট ফিল্ম প্রচারিত হচ্ছে। সোহাগ হোসেন অভিনিত শট ফিল্ম গুলোতে বিশেষ করে গ্রামীন চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। স্বচেতন মূলক বিভিন্ন শট ফিল্ম গুলো তৈরিতে তার নাট্য দল বেশির ভাগ সময়ে নিজ এলাকার দর্শনীয় স্থানগুলো কে বেছে নিচ্ছেন। সম্প্রতি - এই তরুণ অভিনেতা এস এম সোহাগ হোসেনের সাথে কথা হয় এলাকায় ুএকটি শুটিংয়ের সময়। তিনি আমাদের প্রতিবেদক, সাঈদ ইবনে হানিফ কে জানান, নড়াইল জেলার প্রত্যান্ত এলাকার অঝোর পাড়া গায়ের সাধারণ এক কৃষক পরিবারে তার জন্ম, পিতা মোঃ হাসাদ সরদার একজন কৃষক, মা গৃহীনি, দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়, ছোট ভাই কনস্ট্রাকশন ব্যাবসা বানিজ্য দেখা শোনা করে। অভাবের সংসারে মাঝে বেড়ে ওঠার গল্প নিয়েই তার অভিনয় জগতে পা রাখা। সেই থেকে অভিনয় কে নেশা - পেশা হিসাবে নেওয়ার সপ্ন দেখা। সোহাগ হোসেন জানায়, জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সাথে ও ইতিমধ্যে কিছু শট ফিল্মে অভিনয় করেছেন। সম্প্রতি এলাকায় ফিরে তিনি একটি নাট্য দল গঠন করেছেন, নাট্য দলটি নিয়ে তিনি এলাকার বিভিন্ন দর্শনীয় স্পটে শুটিংয়ে ব্যাস্ত সময় পার করছেন। এসময় তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার নাট্য দলে উল্লেখযোগ্য অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছে, সোহাগ করিম, সিকদার সাগর, সজল আমিন, বোরহান আরিফ এছাড়া অভিনেত্রী ও রয়েছে কয়েকজন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি