বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
কালের খবর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিস সহকারি মিজানুর রহমানকে হামলা করার অভিযোগে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল উপজেলার ডাকবাংলো থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলায় বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে অফিস সহকারি মিজানের উপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। বিকালে হঠাৎ ডাকবাংলোতে এনামুল সহ আরো কয়েকজন নেতা হামলা করলে এ সময় পুলিশককে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এনামুলকে আটক করে।আহত মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, এ ঘটনায় যুবলীগ নেতা এনামূলকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।