সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর
নবীনগরে পুত্রের হাতে পিতা খুন। কালের খবর

নবীনগরে পুত্রের হাতে পিতা খুন। কালের খবর

মোঃ কবির হোসেন, নাবীনগর থেকে, কালের খবর : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার পশ্চিম পাড়া, পুত্রের হাতে পিতা খুন হোন, দাড়ালো দা দিয়ে কুপিয়ে আমির হোসেন নামের এক পিতা খুন হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে দশটার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শুভ নামে ওই কুলাঙ্গার সন্তান পলাতক রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেশ কয়েকদিন ধরে শুভ তার পিতা আমির হোসেনের কাছে তার ব্যক্তিগত কাজে বড় অংকের টাকা চেয়ে আসছিল। এ নিয়ে আজ সকালে পিতা পুত্রের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। এরই জেরে ক্ষোভে শুভ ঘরে থাকা দা দিয়ে পিতার মাথায় কোপ দেয়। স্থানীয়রা আহতবস্থায় আমির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশংকাজনক অবস্থায় সেখান থেকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর শুভ পলাতক রয়েছে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।
নবীনগর থানার উপ-পরিদর্শক এস আই বেলাল জানান, টাকা পয়সা নিয়েই উভয়ের মধ্যে ঝগড়া বাধলে এতেই ক্ষিপ্ত হয়ে পুত্রের দায়ের কোপে পিতা খুন হন।
পুলিশ আসামি শুভ কে গ্রেফতারের উদ্যেশে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও এস আই বেলাল জানালেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com